Wellcome to National Portal
Main Comtent Skiped

আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম


কী সেবা কীভাবে পাবেন

১. সদর কার্যালয় ও জেলা কার্যালয় হতে চাহিত বিভিন্ন কার্যক্রমের তথ্যাদি জেলা কার্যালয়ে প্রেরণ।

২. সদর কার্যালয় হতে প্রাপ্ত বরদ্দ অনুযায়ী ইউনিয়ন কমিটি ও উপজেলা কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে ভি.জি.ডি উপকার ভোগী নির্বাচন,

    খাদ্য বিতরণ ও এন.জি.ও এর সহযোগিতায় ট্রেনিং পরিচালনা।

৩. সরদ কার্যালয় হতে প্রাপ্ত বরাদ্দ সাপেক্ষে ইউনিয়ন/উপজেলা কমিটির মাধ্যমে নির্বাচিত ও অনুমোদিত ভাতাভোগীদের মাঝে বিতরণ ও

   ট্রেনিংপ্রদান।

৪. দরিদ্র্য মহিলাদের আত্ম-কর্মসংস্থান এর লক্ষ্যে আবেদনের প্রেক্ষিতে ক্ষুদ্র ঋণ প্রদান।

৫. দরিদ্র্য অসহায় নারীদের উপর নির্যাতন প্রতিরোধে তাদের আবেদনের প্রেক্ষিতে আপোষ মীমাংসা করা। নতুবা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।

৬. আবেদনের প্রেক্ষিতে দুঃস্থ অসহায় মহিলাদের আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা আইন সহায়তা কমিটিতে প্রেরণের ব্যবস্থা করা।

৭. আবেদনের প্রেক্ষিতে সেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধনের জন্য অগ্রায়ন করা।

৮. সামাজিবব্যাধি, যেমনঃ যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারীওশিশুপাচার, এসিড নিক্ষেপ ইত্যাদি প্রতিরোধে প্রচারণামূলক কার্যক্রম,

     যেমনঃসভা সেমিনার, র্র্যালি, উঠানবৈঠকইত্যাদিকরা।

         ৯. নারী জাগরনে ও নারীর অধিকার প্রতিষ্ঠায় উদ্ধুদ্ধ করনের জন্য বিভিন্ন দিবস উৎযাপন।