প্রশিক্ষণটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসেলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) এর মাধ্যমে গঠিত শিশু ও কিশোর কিশোরী ক্লাবের দায়িত্বরত সিএফ এবং পিয়ার লিডারদের ক্লাব পরিচালনা এবং শিশুর বিকাশ সম্পর্কিত "জীবনের যাত্রা" মডিউল এর ওপর প্রশিক্ষণ। প্রশিক্ষণটি উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোসা. রহিমা রওনাক। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প সহযোগী ইউনিসেফ বাংলাদেশ এর প্রতিনিধি জনাব ফরিদা ইয়াসমিন এবং জনাব ক্যাথি রুনা। প্রশিক্ষক হিসেবে ছিলেন শিবগঞ্জ উপজেলার দায়িত্বরত কর্মকর্তা চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর জনাব মো. রিজওয়ান সরকার এবং সহ-প্রশিক্ষক ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলা সদরের চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর জনাব মো. মনিরুজ্জামান। প্রশিক্ষণটি ৩ টি ব্যাচে সকাল ৮:৩০টা হতে বিকাল ৪:৩০টা পর্যন্ত তিনদিনব্যাপি পর্যায়ক্রমে ২৫ তারিখ পর্যন্ত চলেছে।।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS