Title
শিবগঞ্জ উপজেলায় আউটরিচ/ উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম চলছে
Details
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, শিবগঞ্জ এর মাধ্যমে বাস্তবায়িত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসেলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের মাধ্যমে শিবগঞ্জ উপজেলায় স্থাপিত মোট ২৬টি শিশু সুরক্ষা কমিউনিটি হাব চলমান। হাবের দায়িত্বে থাকা কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাধ্যমে উঠান বৈঠক কার্যক্রম চলমান। এর মাধ্যমে জনগণের সাথে পারিবারিক সহিংসতা, শিশু সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক নানা তথ্য প্রচার চলছে। এতে সামাজিক অনেক সমস্যা সমাধানে সবার অংশগ্রহন সম্ভব হবে। এছাড়াও প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ইউপি সদস্যের সহায়তায় সচেতনতামূলক উঠান বৈঠক আয়োজন হবে।