বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আয়োজনে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হলো নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ এর আলোচনা সভা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব উম্মে সুমাইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের চিফ জনাব এ এইচ তৌফিক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের শিশু সুরক্ষা কর্মকর্তা জনাব জেসমিন বি হোসেন এবং দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহা. আজম আলী। সভায় নারী ও শিশু নির্যাতন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করা হয়। সভায় সঞ্চালনায় ছিলেন শিবগঞ্জ উপজেলার চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর জনাব মো. রিজওয়ান সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপিসিসি জনাব সাহাল উল ইসলাম, সমাজসেবার সমাজকর্মী জনাব মো. সেনারুল ইসলাম এবং সকল ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS